অশ্রু ধারা ছুটিয়েছে তার কাতর দুটি লোচন
করিবার চায় সে পতি হারানোর দুঃখ মোচন,
না না, গ্রাস করেনি পতিকে এসে নিয়তির মরণ
জীবন বাস্তবতার দ্বন্দ্বে করতে হয়েছে তাদেরকে
বিচ্ছেদের বর্ণহীন, বেদনামাখা সূতাকে বরণ।
করতে পারেনি সে ভালবাসা প্রতিমাকে জয়
পার করতে হবে জীবনের সাঁকো একা
এটাই কি এখন তার চিন্তা অথবা ভয়?
নাকি স্মৃতি মন্থনের তাড়নায় ক্ষণে ক্ষণে
হচ্ছে তার ভাঙা হৃদয় আরও ক্ষয়?
অশ্রুজল তার গালে ফেলেছে ল্যাকরিম্যাল ফ্লুয়িডের পাতলা আবরণ
ইহা কেমনে করিবে তার হারানোর ব্যথা, ক্লেশকে নিবারণ?
তার হাহাকারে যেন সৃষ্টি হয় মেঘমালা, পাহাড়সারি আর তারাপুঞ্জের বুকে
এক গভীরতম খারাপ লাগার, হৃদয় ফোলানো শিহরণ।
জানলার গ্রিলের ফাঁকে তার দুটি ঊর্ধ্বগামী জিজ্ঞাসু দৃষ্টি
করছে যেন প্রশ্ন কেন করলেন তিনি তার সাজানো বাগানে
এমন হারানোমাখা, ত্যাগ আচ্ছাদিত প্রলয়ের সৃষ্টি?
করিবার চায় সে পতি হারানোর দুঃখ মোচন,
না না, গ্রাস করেনি পতিকে এসে নিয়তির মরণ
জীবন বাস্তবতার দ্বন্দ্বে করতে হয়েছে তাদেরকে
বিচ্ছেদের বর্ণহীন, বেদনামাখা সূতাকে বরণ।
করতে পারেনি সে ভালবাসা প্রতিমাকে জয়
পার করতে হবে জীবনের সাঁকো একা
এটাই কি এখন তার চিন্তা অথবা ভয়?
নাকি স্মৃতি মন্থনের তাড়নায় ক্ষণে ক্ষণে
হচ্ছে তার ভাঙা হৃদয় আরও ক্ষয়?
অশ্রুজল তার গালে ফেলেছে ল্যাকরিম্যাল ফ্লুয়িডের পাতলা আবরণ
ইহা কেমনে করিবে তার হারানোর ব্যথা, ক্লেশকে নিবারণ?
তার হাহাকারে যেন সৃষ্টি হয় মেঘমালা, পাহাড়সারি আর তারাপুঞ্জের বুকে
এক গভীরতম খারাপ লাগার, হৃদয় ফোলানো শিহরণ।
জানলার গ্রিলের ফাঁকে তার দুটি ঊর্ধ্বগামী জিজ্ঞাসু দৃষ্টি
করছে যেন প্রশ্ন কেন করলেন তিনি তার সাজানো বাগানে
এমন হারানোমাখা, ত্যাগ আচ্ছাদিত প্রলয়ের সৃষ্টি?
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন