শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪

চারটি ভিন্ন সময় নিয়ে ছোট্ট একটি কবিতা

হ্যাঁ আমি করব করব আমার জীবন বলীদান
মুক্তির জন্য করব নিজেকে চিরতরে অন্তর্ধান,
তবুও ছাড়বো না আমি মুক্তির মায়া
এর মাঝেই যে নিহিত আছে বিধাতার ছায়া।
 

যুদ্ধ যুদ্ধ যুদ্ধ---------
চারিদিকে শুধু কান্না আর হাহাকার,
তারপরও চালিয়ে যাচ্ছি যুদ্ধের রথ
পাবোই পাবো একসময় আমরা মুক্তির পথ।

আহ!! আজ আমরা মুক্ত
বিশ্ব সংঘে আমরা এখন স্বাধীনভাবে যুক্ত ,
নাহ!! বৃথা যায়নি আমাদের এতোখানি রক্ত
আজ সবাই জানে আমরা ছিলাম স্বাধীনতার কতোখানি ভক্ত।

মারামারি, হানাহানি হায়!! আজ আমরা মৃত্যু ভয়ে শঙ্কিত
বিশ্ব মানচিত্রে আমরা এবার দুর্নীতির পেঞ্চিলে অঙ্কিত,
নিজেদের যখন আমরা করেছি নিজেদেরই দুশমন
কি দরকার আমাদের আর নৃশংস হানাদারগণ ?

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ

Pages

Recent Articles