শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪

মেঘবৃষ্টির স্বন

বিজলীর আলো আর কান ফাটানো ভয়ানক শব্দ, আহ!
ভয়ের মধ্যেই যেন পাচ্ছি আনন্দ আর কণ্ঠে হয়েছি বিভোর
মেঘ, বৃষ্টির আর বোধহয় হাওয়ার কণ্ঠে হয়েছি বিভোর
তাতে উৎসারিত হতে চায় হৃদয় থেকে শুধু বাহ! বাহ!
ভিজেছে মাটি, ভিজেছে ঘাস আর এবার ভিজলো মোর মন
পানি ধরেছে আনাচে-কানাচের ছোট-বড় গর্ত আর রাস্তা-পাশের নালা
সুরের প্রভাবে যেন করেছে মাতাল মেঘ-বৃষ্টির হরেক রকমের স্বন।
বিশুদ্ধ শাদা আকাশ, রঙিন পৃথিবী বিধবা নাকি সতী ধরতে পারি না, আহ!
দ্বিধার মধ্যেই যেন আনন্দ, হৃদয় থেকে উৎসারিত হচ্ছে শুধু বাহ! বাহ!
ভিজিয়ে চুল, বাজিয়ে মনে ঢোল আনন্দপিপাসুরা করছে রাস্তায় বৃষ্টিস্নান
মনে করিয়ে দেয় রবি ঠাকুরের বৃষ্টি নিয়ে সেই ঘোর লাগা সকল গান।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ

Pages

Recent Articles