শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪

বিশ্ববিদ্যালয়ে গুলাগুলি( কবিতা )

বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করেই গুলাগুলি
শুরু হয়ে গেছে মিসিলধারীদের ঢুলাঢুলি,
ওরা আজ মেতে উঠেছে ধ্বংসের খেলায়
হঠাৎ করেই যেন ক্যাম্পাস পরিনত হল
অস্র আর বারুদের মেলায়।

বিল্ডিঙে বিল্ডিঙে গিয়ে গ্লাস ভাংচুর
আগে কখনও শুনা হয়নি
এমন ধ্বংসের সুর।
কখনও ভাবিনি রাজনীতির প্রতিযোগিতা
হতে পারে এমন রূঢ়।
কোনো এক অশরীরী যেন
দূর থেকে নাচাচ্ছে আপন শুঁড়।

প্রতিবাদ ঝড় তুলছে যেন
বিশ্ববিদ্যালয়ের সীমাহীন ধুলা ,
আর এমন নিকৃষ্ট পরিস্তিতির শিকার হচ্ছে
আমাদের নিরীহ চার চাকার বাসগুলা।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ

Pages

Recent Articles