শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪

পরিবর্তনের জিজ্ঞাসা

ওগো নদী তুমি বইছ কেন নিরবধি এই দিকটি ধরে?
ওহে অন্তরীক্ষ অমন করে কাঁদছ কেন তুমি অবিরত?
ছিটকে ফেলছ কেন জল এই অস্থির পৃথিবীর তরে?
এই মাঠ তুমি কেমনে হলে বল এমন গাঢ় সবুজ বর্ণ?
যথাসময়ে তোমার বুকেই তো ধরো এতোসকল কষ্ট-শ্রমের স্বর্ণ।
ওহে শৃঙ্খলা তুমি কেন রাখলে মোরে এমন বদ্ধ? করলে মুক্তির দ্বার রুদ্ধ।
হে ধর্ম তুমি কেন করতে পারনি এখনো মোরে সরল, শুদ্ধ?
ও বিলাসিতা, তুমি কেন এমন নিস্তেজ হলে? দিতে পার না এখন আর মোরে আনন্দ।
ওহে জীবন তুমি কেন ধরো উপন্যাসের বাস্তবতা? ধরতে পারনা কাব্যের ছন্দ?
ওগো ভালোবাসা তুমি এমন না হয়েও কেন বল এমন হলে?
বদল করলে যেন নিজেকে লোভ, হিংসা আর ঘৃণার ছলে। 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ

Pages

Recent Articles