শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪

কবিতার খাতা খালি


হঠাৎ করেই আজ হয়ে গেল মোর কবিতার খাতা খালি
কতো দুঃখ-বেদনা, ভালবাসা-ছলনা দিইয়েছিলুম এর মধ্যে ঢালি,
কোথাও ছিল তার প্রাণ চাঞ্চল্যের কথা, কোথাও ছিল তার প্রেমের বাণী
আরও এঁকেছিলুম সমুদ্রতটের সৌর আলোতে চিকচিক করা মুক্তাময় বালি,
কাব্যের বেহালায় প্রশংসা গীত গেয়েছিলুম দীর্ঘ জোছনা রাতের চাঁদ করা ফালি ফালি।
আজ কেমন করে হয়ে গেল মোর কবিতার খাতা খালি??!!

খাতাটির মধ্যে রেখেছিলুম আমি সকালের নতুনত্ব, দুপুরের ক্লান্তি
আরও কহেছিলুম প্রকৃতির লীলায় লুকিয়ে আছে কতোখানি ভ্রান্তি,
তুলে ধরেছিলাম তার মধ্যে বিকালের স্নিগ্ধতা আর সন্ধ্যার আভা
মানব স্মরণীয় আর মানব হিতৈষীরাও বাড়িয়েছিলেন এর শোভা,
বলেছিলুম কিভাবে অল্প পানিতে রিনঝিন ঢেউ তুলে দক্ষিণের বাতাস
আর তপ্ত দুপুরে খাদ্য জোগাতে না পেরে দাঁড়কাকটি বসে থাকে একাকী হতাশ।

খাতাটিতে স্থান পেয়েছিল ভুকম্পন, প্লাবন, জোয়ার, ভাঁটা, খরা আর বন্যা
কহেছিলুম কিভাবে প্রণয়ের সূচে গেঁথেছিল প্রজার ছেলের সাথে রাজার কন্যা।
আজ হঠাৎ করেই হয়ে গেল মোর কবিতার খাতা খালি
প্রবৃত্তি জাগছে হাহাকার আর হতাশা পুড়িয়ে
মোর বুকে নরকের আগুন জ্বালি,
কিন্তু তাতেও ব্যর্থ আমি, জীবন বাগানের আমি যে শুধু অসহায় এক মালি।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ

Pages

Recent Articles