শুরু হয়েছে এবার অপেক্ষার কালবৈশাখী
প্রকৃতির লাগামহীন উন্মাদনার এক উৎসব
যার প্রদর্শনীতে তৃপ্ত হয় মোর কাতর দুটি আঁখি,
যার এলোমেলোতা আর ক্ষিপ্রতার ছুয়ায় জুড়ায়-
মোর নিস্তব্দ, নিঃসঙ্গ আর হাহাকারময় প্রাণ পাখি।
নেচে উঠছে গাছেরা ঝাঁকিয়ে তাদের পাতা আর অসম ডাল
নূপুরের সুর তুলছে যেন, মোর বাড়ির পাশের অনতিবৃহৎ ঐ খাল।
মেঘেদের আজ অনেক তাড়া, ছুটছে তারা লাগামছাড়া
প্রবল ঘূর্ণির আঘাতে এবার, পড়ছে ক্ষুদ্র চারা গাছটি মারা।
তীরের দিকে ফিরছে দ্রুত মাঝিদের ছোট খেয়ার তরী
সতর্ক সংকেত দিচ্ছে তাদের দূরে তমসার কোনো এক আশাবরী।
ভয়ে লোকেরা অস্থির, জানলায় কি যেন করছে কনকন,
প্রকৃতি যেন আজ করেছে সীমা ছাড়ার পণ।
হায়! আল্লাহ, হায়! জিসাস, হায়! ভগবান----
হঠাৎ করেই বেড়ে গেল যেন সবার ধর্মের টান,
একই সারিতে এবার সকল মুসলমান, খ্রিস্টান আর হিন্দু
প্রকৃতির তরে আমরা সবাই নিতান্তই ক্ষুদ্র এক এক বিন্দু।
কাছেই কোথাও শুনা যাচ্ছে যেন নবজাতকের ক্রন্দন
মাতাল প্রকৃতি করেছে দৃঢ় তার চিরচারিত বন্ধন।
জেগে উঠছে যেন মোর শরীরের প্রতিটি মৃতপ্রায় অণু
প্রশান্তির বন্যায় ভরে গেছে মোর খরায় আক্রান্ত তনু।
ধন্যবাদ হে ঈশ্বর, আমার ধন্যবাদটি তুমি নিয়ো
এই ধন্যবাদের খাতিরেই নাহয়
পুনরায় এই মুহূর্তটি তুমি আমায় দিয়ো।
প্রকৃতির লাগামহীন উন্মাদনার এক উৎসব
যার প্রদর্শনীতে তৃপ্ত হয় মোর কাতর দুটি আঁখি,
যার এলোমেলোতা আর ক্ষিপ্রতার ছুয়ায় জুড়ায়-
মোর নিস্তব্দ, নিঃসঙ্গ আর হাহাকারময় প্রাণ পাখি।
নেচে উঠছে গাছেরা ঝাঁকিয়ে তাদের পাতা আর অসম ডাল
নূপুরের সুর তুলছে যেন, মোর বাড়ির পাশের অনতিবৃহৎ ঐ খাল।
মেঘেদের আজ অনেক তাড়া, ছুটছে তারা লাগামছাড়া
প্রবল ঘূর্ণির আঘাতে এবার, পড়ছে ক্ষুদ্র চারা গাছটি মারা।
তীরের দিকে ফিরছে দ্রুত মাঝিদের ছোট খেয়ার তরী
সতর্ক সংকেত দিচ্ছে তাদের দূরে তমসার কোনো এক আশাবরী।
ভয়ে লোকেরা অস্থির, জানলায় কি যেন করছে কনকন,
প্রকৃতি যেন আজ করেছে সীমা ছাড়ার পণ।
হায়! আল্লাহ, হায়! জিসাস, হায়! ভগবান----
হঠাৎ করেই বেড়ে গেল যেন সবার ধর্মের টান,
একই সারিতে এবার সকল মুসলমান, খ্রিস্টান আর হিন্দু
প্রকৃতির তরে আমরা সবাই নিতান্তই ক্ষুদ্র এক এক বিন্দু।
কাছেই কোথাও শুনা যাচ্ছে যেন নবজাতকের ক্রন্দন
মাতাল প্রকৃতি করেছে দৃঢ় তার চিরচারিত বন্ধন।
জেগে উঠছে যেন মোর শরীরের প্রতিটি মৃতপ্রায় অণু
প্রশান্তির বন্যায় ভরে গেছে মোর খরায় আক্রান্ত তনু।
ধন্যবাদ হে ঈশ্বর, আমার ধন্যবাদটি তুমি নিয়ো
এই ধন্যবাদের খাতিরেই নাহয়
পুনরায় এই মুহূর্তটি তুমি আমায় দিয়ো।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন